মোঃ হাবিবুর রহমান (রাউজান নিউজ)ঃ
রাউজানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯’র উদ্বোধন।
রাউাজানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টায় রাউজান ফায়ার সার্ভিস প্রাঙ্গনে অনুষ্ঠিত
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা
জোনায়েদ কবির সোহাগ। প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের
চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। খোকন কান্তি বিশ্বাসের
সঞ্চালনায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের লিডার মিঠু দেওয়ান, লিডার নেছার উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন আলী আসাদ মোল্লা, আনোয়ার হোসেন, শাহীন মাহবুব,
মাহবুব আলম, অনিক খান, হুমায়ন কবির, তাজেন আলী, তাইমুল হক মেনন, সাদেক
সরকার, মোশাররফ হোসেন, মহিউদ্দিন, শরীফুল ইসলাম, হাবিবুর রহমান, ইউসূফ,
আকতার খান প্রমূখ।
চলতি বছরের পহেলা জানুয়ারী থেকে ৬ নভেম্বর পর্যন্ত রাউজান ফায়ার সার্ভিসের কর্মকা- তুলে ধরে লিডার মিঠু দেওয়ান জানিয়েছেন, রাউজানে ৪৩টি অগ্নিকান্ডের ক্ষতি হয়েছে অনুমানিক ৪০ লক্ষ ৮৫ হাজার ৫০০ টাকা। উদ্ধার
হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৩ হাজার ৫শ টাকা। এছাড়াও ৪টি সড়ক দুর্ঘটনায় ফায়ার
সার্ভিসের কর্মীরা ভূমিকা রাখেন। তারা ৫টি লাশ উদ্ধার ও আহত অবস্থায় উদ্ধার
করেছেন ১১জনকে। একই সাথে প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছপালা ভেঙে পড়ে
সড়কে যানচালাচল বন্ধ হয়ে যাওয়ার ৩টি ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে
যান চলাচল স্বাভাবিক করেন বলে উল্লেখ করা হয়।
(রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ.আপনার সংবাদ জানাতে –০১৫৫৯-৬৩৩০৮০)
Add comment