নিজস্ব প্রতিবেদক.রাউজান নিউজ: রাউজানে ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে কিডনী রোগী ও ২ শিক্ষার্থী পেল সহায়তা।
রাউজানের তরুণ প্রজম্মের অহংকার রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী পুত্র ফারাজ করিম চৌধুরী উদ্যোগে একজন কিডনী রোগী ও দুই জন সাধারণ শিক্ষার্থী পেল নগদ অর্থ।
জানা গেছে, ফারাজ করিম চৌধুরী একটি সামাজিক অনুষ্ঠানে তিনি এসব প্রতিশ্রুতি দেন, পরে আজ রোববার এসব অনুদানের টাকা গুলো তাদের মাঝে প্রদান করা হয়। এ সময় কিডনী রোগীকে ১০ হাজার টাকা এবং দুই জন অসহায় শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু প্রিয়তোষ চৌধুরী ও সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর নেতৃবৃন্দ।
বার্তা সম্পাদক.আমির হামজা.ফোন:০১৫৫৯৬৩৩০৮০
Add comment