আমির হামজা. রাউজান নিউজ: রাউজানে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা। চট্টগ্রামের রাউজানে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে এক যুবক। সেই উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়নের তালুকদার বাড়ির মৃত আবুল কালামের পুত্র মো: আমির খসরু(৩০)।
আত্মহত্যাকারী যুবক ওমান প্রবাসী বলে জানাগিয়েছে। গত (১০-নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাউজান থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ওই প্রবাসী যুবকের ঝুলন্ত অবস্থায় তার মর দেহ উদ্ধার করে পুলিশ।
সুত্রে, সেই একজন মাদকাসক্ত ছিলেন, তাকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে চিকিৎসা করে ছিল তার পরিবার, এরপরও তার মাদকাসক্ত থেকে কোনো পরির্বতন করতে পারেনি।
জানা যায়, সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে মা শামসুর নাহার তার ছেলেকে ডাকতে গেলে, ওই সময় ছেলের রুমের দরজা বন্ধ ছিল। পরে তার মা তাকে ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজার ছিদ্র দিয়ে দেখতে পান তার ছেলে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। পরে মায়ে আতœ-চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে রাউজান থানায় সংবাদ দেন। সেই বিবাহিত জীবনে দুই সন্তানের জনক। এই ঘটনার আগে তার স্ত্রী ছিল বাপের বাড়িতে।
এবিষয়ে জানতে চাইলে, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ্
ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানার উপ-পরিদর্শক মো: মেহের আলি গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ নামান। ওই যুবকের টেবিলে একটি মদের বোতলও পাওয়া যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করতে অনুমতি প্রদান করি।
(রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ.আপনার সংবাদ জানাতে –০১৫৫৯-৬৩৩০৮০)
Add comment