রাউজানে প্রাইভেট কারের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু
মীর আসলাম (রাউজান নিউজ)ঃ
চট্টগ্রামের রাউজানে প্রাইভেট কারের ধাক্কায় আকাশ কর (১৮) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
১৮ জুলাই শনিবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ৯নম্বর ওয়ার্ডস্থ মনোরঞ্জন চেয়ারম্যান ঘাটায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটিমুখী একটি প্রাইভেট কার ধাক্কা দিলে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত কলেজ ছাত্র রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনোরঞ্জন চেয়ারম্যান ঘাটার দুলালকরের ছেলে ও রাঙামাটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
নিহতের স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে সেখানকার পরিবেশ। প্রাইভেট কারের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকাবাসীসহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। এসময় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের চেষ্টা করেন। পরে রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। নিহত কলেজ ছাত্র আকাশের মাকে শান্তনা দিতে দেখা যায়।
এই প্রসঙ্গে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ছালেহ আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
Add comment