আমীর হামজা (রাউজান নিউজ) :
রাউজানে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত চাউল ৭নং রাউজান ইউনিয়নের হৃত দরিদ্র, দিনমজুর, পরিবহন শ্রমিক, কৃষক, চায়ের দোকানদার , রিক্সা চালকের মাঝে বিতরণ করা হয়।
১৫ এপ্রিল (বুধবার) দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া, রাউজান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন।
এ সময় গণমাধ্যম কর্মীদের উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন সরকার ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৮২ মেট্রিক টন চাউল ৫শত কেজি করে চাউল রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রদান করা হয় । রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে কর্মহীন হয়ে পড়া দিনমজুর থেকে শুরু করে রিক্সা চালক, ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ভবঘুরে, কৃষক, ভিক্ষুক, চায়ের দোকানদার পরিবারের সদস্যদের তালিকা করে চাউল বিতরন কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
Add comment