আমির হামজা (আমির হামজা):
“রাউজানে পেঁয়াজের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিযান”
রাউজানে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার উত্তর-দক্ষিণ দুই প্রান্তে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও এসি ল্যাÐ এহেছান মুরাদ। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করেন উপজেলা সদরের ফকিরহাট ও এসি ল্যাÐ অভিযানে যান দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাট। এখানকার দোকান গুলোতে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল এক’শ টাকা থেকে এক’শ দশ টাকায়। মূল্য তালিকায় এই দাম লিখে রাখছিল বিক্রেতারা। অভিযানের সংবাদ পেয়ে অনেকেই তড়িগড়ি করে মূল্য তালিকা সংশোধন করে ৬৫/৭০ টাকা করে দেয়। ভ্রম্যামান আদালত পরিচালনাকারীগণ স্থানীয়দের সাথে কথা বলে অসঙ্গিত পেয়ে দায়ি ব্যবসায়ীদের বিভিন্ন অংশে জরিমানা করেন। একই সাথে অনেককেই সতর্ক করেন। প্রশাসন সূত্রে জানা যায় ফকিরহাটের ৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে ৩৮ হাজার। নোয়াপাড়ায় ৮টি দোকানে জরিমানা করা হয়েছে ৩২ হাজার টাকা। দুই ম্যাজিস্ট্রেট জানিয়েছেন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
Add comment