আমির হামজা.রাউজান নিউজ: রাউজানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২। চট্টগ্রামের রাউজানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
গত (৩০-জানুয়ারী) বৃহস্পতিবার উপজেলার ১৪নং বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট বাজারে ও চট্টগ্রাম শহরের পাহাড়তলী থানার সামনে দুর্ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ দিকে একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক বৃদ্ধা নিহত হয়। সেই পাঁচখাইন গ্রামের মৃত অনন্ত দাশের স্ত্রী নিহত রাজ বালা দাশ।
অপরদিকে চট্টগ্রাম নগরী পাহাড়তলী থানার সামনে একটি ক্যাভার্ড ভ্যান চাপায় রাউজানে এক কাতার প্রবাসী নিহত হয়। সেই রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের পৃথে মোহাম্মাদ সিকদার বাড়ীর মৃত হাজী এনামুল হকের পুত্র শহীদুল্লাহ্ সিকদার(৩৮)।
নিহত কাতার প্রবাসী শহীদুল্লাহ্ সিকদার আগামী ৭ ফেব্রুয়ারী প্রবাসে চলে যাওয়ার কথা ছিল। সেই দুই সন্তানের জনক বলে জানা গেছে।
এছাড়াও নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এবিষয়ে রাউজান থানার ওসি কেপায়েক উল্লাহ্ বলেন, এসব ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি থানায়।
বার্তা সম্পাদক.আমির হামজা.ফোন:০১৫৫৯৬৩৩০৮০
Add comment