মীর আসলাম(রাউজাননিউজ).
রাউজানে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান। ২৪ অক্টোবর বিকালে তিনি রাউজান পৌর এলাকার পশ্চিম রাউজান জনকল্যণ সমিতি পূজা মণ্ডপ, রামকৃষ্ণ সেবাশ্রম পূজা মণ্ডপ ও ঢেউয়াপাড়া জগন্নাথ সেবাশ্রমে উদয়াচল সংসদ আয়োজিত পূজা মাণ্ডপ পরিদর্শন ও সুধী সমাবেশে পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি জাকির হোসেন খান এবার শারদীয় দুর্গোৎসবে পূজার্থীরা স্বাস্থ্য ও সরকারি নিদেশনা মেনে পূজা করায় সকলকে ধন্যবাদ জানান।
জগন্নাথ সেবাশ্রমে আয়োজিত পূজা মাণ্ডপে পূজার্থী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। উপজেলা জম্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক তপন দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত, উপজেলা আ.লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, নূরুল ইসলাম শাহাজান,আবদুল লতিফ, যিশু মজুমদার, উজ্জ্বল কান্তি দাশ, দিপলু দে দিপু, সবুজ দে ভানু, অশোক পালিত, টিপু কান্তি দে, ধীলন মুহুরী, যুবলীগ নেতা আবু ছালেক, ছাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ, নাছির উদ্দিন প্রমূখ। পূজা মণ্ডপে প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সৌজন্য পূজার্থীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়।
Add comment