অামির হামজা (রাউজান নিউজ)♦ রাউজানে পুকুরে পড়ে মোটরসাইকেল আরোহী গুরুত্বর অাহত। চট্টগ্রামের রাউজানে ৯নং পাহাড়তলী ইউনিয়নে মোটরসাইকেল পুকুরে পড়ে মো. শাকিল নামে এক যুবক গুরুত্বর অাহত হয়েছে।
অাহত মো.শাকিল উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের প্রবাসী মো. সেলিমের ছেলে। সেই চুয়েট স্কুল এন্ড কলেজের ছাত্র।
(২-জুন) রবিবার ‘শবে কদর রাতে’ রাত ১টার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীরা জানায়, নিজের গ্রামের কোন এক ছেলের কাছ থেকে জোরপূর্বক রাজি করে মোটরসাইকেল নেন শাকিল। কিন্তু মোটরসাইকেলর মালিক জানতেন শাকিল নিয়মিত গাড়ি চালক নয়। এর পরও সেই কিছূ সময়ের জন্য বাইক নিয়ে কদলপুরে দিকে যাচ্ছিলেন।
এসময় কামরুল ইসলাম মেম্বারে বাড়ির পাশের পুকুরে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা লেগে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেই জ্ঞান হারিয়ে ফেলে।
এসময় একটি সিএনজি করে মাজার জিয়ারতকারী উদ্দোশে কিছূ যাত্রী ও পাশের বাড়ির লোকজন ছূটে অাসেন। পুকুর থেকে শাকিলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুত্বর হওয়ায় তাঁরা পাঠিয়ে দেন চট্টগ্রাম মেট্রো হাসপাতাল।
তিনি বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। স্থানীয় মেম্বার হাজী অামির হোসন ঘটনা নিশ্চিত করেন।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment