মো: হাবিবুর রহমান.রাউজান নিউজ: রাউজানে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু।চট্টগ্রামের রাউজানে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. তাকিব (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর ১টায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাচন আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।
সে ওই এলাকার কৃষক আবুল কালামের ছেলে ও হযরত মুছা শাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
নিহতের বাবা আবুল কালাম আমাদের সময়কে বলেন, জুমার নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার জন্য গোসল করতে গেলে পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়া হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছেলেটি সাঁতার জনতো না বলেও জানিয়েছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডাবুয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী। নিহত তাকিব দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট বলে জানা গেছে।
(রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ.আপনার সংবাদ জানাতে –০১৫৫৯-৬৩৩০৮০)
Add comment