অামির হামজা (রাউজান নিউজ)♦ রাউজানে পিকআপ-সিএনজি মুখামুখি সংর্ঘষ নিহত-২ আহত-৪। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের মাইজ্যামিয়ার ঘাটার কাছে একটি মাছের পিকআপ এর সাথে চট্টগ্রাম শহরমুখি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই ব্যক্তি মারা নিহত হয়েছে।
গতকাল শনিবার (২৯-জুন) সকালে সাড়ে ৮ দিকে এ দঘর্টনায় নিহত ব্যক্তিরা হচ্ছে রাউজান বিনাজুরী এলাকার মৃত বিপীন বড়ুয়ার পুত্র ননা বড়ুয়া(৬০) ও পশ্চিম গুজরা ইউনিয়নের কাছরদীঘি এলাকার সুধির চন্দ্র বড়ুয়ার পুত্র শিবারণ বড়–য়া( ৩৫)।
আহতরা হচ্ছে নিহত ননা বড়ুয়ার ১২ বছর বয়সী পুত্র রাজন বড়ুয়া, নোয়াপাড়া চৌধুরী ঘাটকুল এলাকার আবদুস ছালামের পুত্র সিএনজি চালক মোহাম্মদ আরমান(২৫), বিনাজুরী এলাকার এনি বড়ুয়া ও তার এক ছেলে।
হতাহতরা সকলেই সিএনজি’র যাত্রী ছিল। সামনের দিক থেকে আসা একটি পিকআপটি দ্রুতগতিতে এসে সিএনজি টেক্সিটিকে আঘাত করলে এই হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানানয়।
স্বজনরা জানিয়েছে আহতদের সকলেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর নিয়ে জানা যায় নিহতদের পরিবারের শোকের মাতম চলছে। ময়নাতদন্ত শেষে তাদের লাশ বাড়ীতে নিয়ে গেছে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই শেখ জাবেদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন দুটি গাড়ী আটক করা হয়েছে।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment