আমির হামজা.রাউজান নিউজ: রাউজানে পানিতে ডুবে শিশুর মৃত্যু। চট্টগ্রামের রাউজানে পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল (২৯-ফেব্রুয়ারী) শনিবার সকালে উপজেলার হলদিয়া গ্রামের উত্তরসর্তার মেহের আলি তালুকদার বাড়িতে এই ঘটনা ঘটে। পুকুরে ডুবে নিহত ওই শিশু এলাকার মো: আলমগীরের সন্তান মো: আবির(২)।
বিষয়টি নিশ্চিত করেন, স্থানীয় মেম্বার সরোয়ার উদ্দিন। এর আগে গত ২২ তারিখে ওই গ্রামে ৪ বছর বয়সী এক শিশু পুকুরে ডুবে মৃত্যু হয়।
বার্তা সম্পাদক.আমির হামজা
Add comment