অামির হামজা (রাউজান নিউজ)♦ রাউজানে পানিতে ডুবে বিহারের শ্রমণের মৃত্যু। চট্টগ্রামের রাউজানে পানিতে ডুবে এক বিহারের শ্রমণের মৃত্যু ঘটনা ঘটেছে।
গতকাল (২৯-জুন) শনিবার দুপুর ১২ টার সময় এ ঘটনা ঘটে। উপজেলার পূর্ব গুজরার মধ্যম আঁধার মানিক গ্রামের সার্বজনীন বৌদ্ধ বিহারের বাঁধন (১৩) নামের এক শ্রমণ।
স্থানীয় লোকজন জানান, সেই গোসল করতে গিয়ে বিহারের পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। পুকুরে অনেক নিচ থেকে তার লাশ পাওয়া গেলে দ্রুত উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment