অামির হামজা (রাউজান নিউজ) ♦
রাউজানে পাগলা কুকুরের কামড়ে গুরুত্বর আহত”
চট্টগ্রামের রাউজান উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নে ঊনসত্তর পাড়া, শাহাদুল্লাহ কাজীর বাড়ী সহ স্থানীয় এলাকায় একই দিনে পাগলা কুকুরে কামড়ে ৬ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকালের দিকে কুকুর রাস্তায় পথচারিদের কামড় দিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনার পর থেকেই এলাকাবাসী কুকুর নিধন শুরু করেছেন বলে জানাগেছে।
কুকুরের কামড়ে আহতরা হলেন, স্থানীয় মোঃ সৈয়্যদ প্রকাশে মেম্বার (৪৯) ও নুর জাহান (৬৫) এছাড়াও অারোও চার জনকে পাগলা কুকুর অাহত করেছেন বলে জানাগেছে।
এদিকে সৈয়্যদ তিঁনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, অন্যদিকে নুর জাহান’কে প্রথমে নোয়াপাড়া স্থানীয় একটি হাসপাতালে নেওয়া পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরে অবস্থার অারোও অবনতি হওয়ার পরে সিবিআই হাসপাতালে চিকিৎসা চলছে বলে তার পূত্র অাল উদ্দিন জানান। তিঁনি অারোও জানান তাঁর মায়ের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক।
এদিকে পাগলা কুকুরের কামড়ের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে হঠাৎ একটি পাগলা কুকুর এলাকার নারী-পুরুষ ও শিশুদের ওপর আক্রমন চালায়। অল্প সময়ের মধ্যে কুকুরের কামড়ে ৬-৭ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে কয়েক জনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য হাজী অামির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ঐ এলাকাসহ রাউজানে বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে ৩০ থেকে ৪০ জন মত আহত হয়।
রাউজান নিউজ/মীর অাসলাম/কামরুল ইসলাম বাবু/অামির হামজা
Add comment