এম.অারফাত হোসাইন (রাউজান নিউজ) ♦
পশ্চিম গহিরার আবুদ্দার বাড়িতে নূরানী মাহফিল অনুষ্ঠিত। রাউজানের পশ্চিম গহিরার আবুদ্দার বাড়ি যুব সমাজের উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও খাজা গরীব নেওয়াজ (রহ.) এর সালানা ওরশ মোবারক উপলক্ষে ১০ তম আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে মেহমানে আ’লা ছিলেন, গহিরা আলীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ নুরুল মুনাওয়ার।
গাউছিয়া কমিটি গহিরা শাখার সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা ইলিয়াছ আল কাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জামেয়া আহমদীয়া সুন্নিয়া মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা অছিয়র রহমান আল কাদেরী।
বিশেষ অতিথি ছিলেন, গাউছিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, পৌরসভার কাউন্সিল মুহাম্মদ আলমগীর আলী। প্রধান আলোচক ছিলেন, রানীরহাট আল আমিন মাদরাসার আরবি প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা আবুল কালাম বয়ানী।
উদ্বোধক ছিলেন, আবুদ্দার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা নাছির উদ্দিন। শুক্রবার (৪ জানুয়ারী) রাতে আবুদ্দার বাড়ী সংলগ্ন মাঠে মাহফিলে বিশেষ আলোচক ছিলেন, হযরতুলহাজ্ব মাওলানা সেকান্দর হোসেন আল কাদেরী, হযরতুলহাজ্ব মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী, মাওলানা বেলাল উদ্দিন।
মাওলানা নূর উদ্দিন আল কাদেরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আল্লামা ইব্রাহীম নঈমী, ইউনুছ রেজভী, ফরিদ উদ্দিন, আবু তৈয়্যব ফারুকী, ফখরুদ্দিন মোজাম্মেল, কাজী মো. আকবর, ইয়াছিন হোসাইন হায়দরি, আহসান হাবীব চৌধুরী হাসান।
Add comment