অামির হামজা (রাউজান নিউজ)♦ রাউজানে পরীরদিঘী ধরা পড়েছে বিরল প্রজাতির নান্দনিক মাছ।
চট্টগ্রামের রাউজানে পরীরদিঘীতে পাওয়া গিয়েছে এক নান্দনিক সুন্দর বিরল প্রজাতির মাছ। উপজেলার কয়েকজন লোক ওই দিঘীতে জাল পেলে মাছ ধরতে গিয়ে। দেখাযায় জালে বিরল প্রজাতির একটি মাছটি ধরা পড়েছে।
গতকাল (১৭-জুলাই ) বুধবার বিকালে উপজেলার কদলপুর ইউনিয়নের পরীরদিঘীতে মাছ ধরতে গেলে অন্যান্য মাছের সাথে এ বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। খবর পেয়ে মাছটি দেখতে উৎসুক জনতা বাড়িতে ভিড় জমায়।
এর অাগেও রাউজানের বিভিন্ন স্থানে এই মাছটি মানুষের হাতে ধরা পড়েন। পরে মাছটি তারা পেয়ে উৎসাহ করে অাবারো পুকুর বা খালে ছড়িয়ে দেন।
এবিষয়টি নিশ্চিত করেন এলাকার এক শিক্ষার্থী মোঃ অালভীন পারভেজ।
রাউজান নিউজ/অামির হামজা/বার্তা বিভাগ
Add comment