প্রেস বিজ্ঞপ্তি ♦
রাউজানে নৌকার সমর্থনে ব্যতিক্রমী মিছিল। চট্টগ্রাম-৬ রাউজান আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর সমর্থনে চলছে উৎসব মুখর প্রচারণা।
গত শনিবার নৌকা প্রার্থীর সমর্থনে ষাটোর্ধ্ব নারী-পুরুষ ও শিশুকে কোলে নিয়ে গৃহবধূরা ব্যতিক্রমী মিছিল করেছেন। তারা সবাই মিছিল করে নৌকা প্রার্থীর পথসভায় যোগ দিয়েছেন।
তিনি কর্মসূচি শুরু করেন সকালে কাগতিয়া দরবার শরীফে জেয়ারত করার মাধ্যমে। তারপর তিনি দবরারের পীর সাহেবের সাথে নির্বাচনী শুভেচ্ছা বিনিময়ের পর পথসভায় যোগ দেন কাগতিয়া কাসেমনগর, পূর্ব মজিদাপাড়া, মাজার গেইট, মগদাইর বাজার, ইসলামিয়া স্কুল, রামচন্দ্র বাজার, সরকারপাড়া, বদুমুন্সিপাড়া, কাঁঠালভাঙ্গা এলাকায়।
ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সরকারপাড়ার পথসভায় দেখা গেছে ব্যতিক্রমী দুটি মিছিল। গ্রামের গৃহবধূরা দলবেঁধে মিছিল করে সভায় যোগ দিয়েছে নিজ নিজ শিশু কোলে। অপর একটি মিছিল ছিল ষাটোর্ধ্ব নারী পুরুষদের। তাদের সবার হাতে ছিল নৌকার প্রতীক ও রাউজানের উন্নয়ন নিয়ে ছাপানো ফিরিস্তি।
পথসভাগুলোতে বক্তব্য রাখতে গিয়ে নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন। তার কন্যা শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছেন। তিনি নারী জাতিকে বিরল সম্মানে ভূষিত করেছেন। নারীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। এখন প্রয়োজনীয় প্রতিটি কাগজপত্রে পিতার নামের পাশাপাশি মায়ের নামটিও লেখা শেখ হাসিনা বাধ্যতামূলক করেছেন।
তিনি আগামী ৩০ ডিসেম্বর সকালে প্রত্যেক ভোটারকে কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। এসব পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুস ছালাম, স্থানীয় চেয়ারম্যান লায়ন সাহবুদ্দিন আরিফ, আওয়ামী লীগ নেতা এমএস আজম খান, মঞ্জুর মোরশেদ, যুবলীগ নেতা ইমতিয়াজ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, এডভোকেট দিপক দত্ত, চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, ডা. নুরুল আমিন, নিয়াজ মোরশেদ নিরু, জবরুত খান, অংশুমান বড়ুয়া, মহিলা নেত্রী শামীম আকতার, খালেদা আকতার।
আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন ও আবদুল্লাহ আল মাসুদের পরিচালনায় সভা সমূহে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইরফান আহমদ চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, ম্যালকম চক্রবর্তী, প্রবাসী লিয়াকত আলী চৌধুরী, আবদুল হামিদ, চন্দন বিশ্বাস, আবু মনছুর, মেম্বার আবদুল মালেক, মোস্তাফিজুর রহমান মেম্বার, জামাল উদ্দিন, মোহাম্মদ রাশেদ, অজিত বিশ্বাস মেম্বার, নাসির উদ্দিন সোহেল মেম্বার, বোরহান উদ্দিন রুবেল মেম্বার, আজিম উদ্দিন সিকদার, জিন্নাত আলী, এ্যাডভোকেট পিয়ারু, আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, আবু তৈয়ব, মোহাম্মদ বদিউল আলম, টনি বড়ুয়া, সাফায়েত হোসেন তৌহিদ, আব্দুল মান্নান সোহেল, রিফাত মাহমুদ অপু, রূপম সরকার ও সেলিম উদ্দিন প্রমুখ।
Add comment