মোঃ হাবিবুর রহমান (রাউজান নিউজ)♦ রাউজানে নিম্নাঞ্চল প্লাবিত, প্রস্তুত ফায়ার সার্ভিসের কর্মীরা
টানা ভারী বর্ষণে রাউজানের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বর্ষণ অব্যাহত থাকলে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অতি বৃষ্টির কারণে উপজেলার সকলকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের ৩টি নাম্বারও প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
খবর নিয়ে জানা যায়, ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নিচু এলাকার কৃষকদের বীজতলা, রাস্তাঘাট, বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। পানি বাড়ার সম্ভাবনায় নিচু এলাকার মুরগীর খামার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মুরগী।
রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি মুরগীর খামার থেকে কয়েক হাজার মুরগী সরিয়ে ফেলা হয়। এদিকে বৃষ্টি ও পাহাড়ী ঢলে কর্ণফুলি ও হালদা নদীর পানি বেড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মুহাম্মদ নেছার উদ্দিন।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment