অামির হামজা (রাউজান নিউজ) ♦
রাউজানে দুলাল কান্তি স্মৃতি বৃত্তি প্রদান ও জ্ঞাতী সম্মেলন অনুষ্ঠিত”
চট্টগ্রামের রাউজানে পূর্বগুজরা আধারমানিক গ্রামের দুলাল বড়–য়া স্মৃতি বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভদন্ত বনশ্রী মহাথের বলেছেন প্রতিটি গ্রামের সচ্ছল ব্যক্তিরা শিক্ষা সাংস্কৃতিতে উৎসাহ দিতে বৃত্তির প্রচলন করলে সমাজের কুসংস্কারচ্ছন্নতা কেটে গিয়ে আলোকিত হবে।
শুক্রবার নিজ গ্রামের কৃতি সন্তান প্রয়াত দুলাল বড়–য়ার পরলৌকিক সদগতি কামনা, স্মৃতি বৃত্তি প্রদান ও জ্ঞাতী সম্মেলনে সভাপতিত্ব করেন ভদন্ত রতনশ্রী মহাথের। বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুব শাখার সাধারণ সম্পাদক ভদন্ত করুনাশ্রী থের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, ভদন্ত জ্ঞানান্দ মহাথের, ভদন্ত অভয়ানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, ভদন্ত সুমেধানন্দ মহাথের, ভদন্ত প্রিয়দশী মহাথের, ভদন্ত সুমনবংশ মহাথের, ভদন্ত শান্তিলোক মহাথের, ভদন্ত পূর্ণানন্দ মহাথের, ভদন্ত সুমিত্তা মহাথের, ভদন্ত করুনণাশ্রী থের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠুন বড়–য়া, দিপণ বড়–য়া, শিমুল বড়–য়া, সাংবাদিক আমির হামজা, মোঃ হাবিবুর রহমান প্রমূখ।
রাউজান নিউজ/মীর অাসলাম/কামরুল ইসলাম বাবু/অামির হামজা
Add comment