এম বেলাল উদ্দিন :
রেলপথ মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনায় অলিকুল শিরোমনি হযরত এয়াছিন শাহ্ (রঃ)”র বার্ষিক ওরশ শরীফের সমুদয় অর্থ দিয়ে হলদিয়া ইউনিয়নের ৪০টি সমাজের মধ্যে ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে হযরত এয়াছিন শাহ্ (রঃ) মাজার প্রাঙ্গণ থেকে ৪০টি সিএনজি অটোরিক্সা করে এসব ত্রাণসামগ্রী প্রত্যেকটি সমাজের দায়িত্বশীল ব্যাক্তি বর্গের হাতে তুলে দেন রাউজান উপজেলা চেয়ারম্যান ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্জ এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।
ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন মাজার পরিচালনা কমিটির সভাপতি কে এম জামাল উদ্দিন আহমেদ চৌধুরী,সমাজ সেবক ফজলুল কাদের, উপজেলা আওয়ামীলীগের জন সাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম বাবর, হলদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সিকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনছুর, হলদিয়া ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী হাসান মুরাদ রাজু,দরগাহ কমিটির সদস্য মোঃ মনছুর মাস্টার, আলহাজ্জ মফজল সওদাগর, আকতার হোসেন চৌধুরী,মাষ্টার ফরিদুল আলম,দরগাহ খাদেম ও ইমাম মাওলানা রফিক, যুবলীগ নেতা তসলিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জাবেদ, মোঃ ফারহান, মোঃ রাশেদ, মোঃ নাছির, মোঃ আজম প্রমুখ।
এহেছানুল হায়দার চৌধুরী বাবুল ত্রান বিতরন কালে বলেন আপনারা সকলেই মা বোনরা ঘরে থাকবেন। ঘরের বাহিরে যাবেননা, আজকে যেভাবে দরগাহ কমিটির ত্রান আমাদের খরচে আপনাদের ঘরে পৌছিঁয়ে দিয়েছি সামনেও সরকারী বরাদ্ব আসলে আমাদের খরচে আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাল্লাহ। ত্রান বিতরণ উদ্বোধন কলে ফোনে বক্তব্য রাখেন মাননীয় সংসদ এবি এম ফজলে করিম চৌধুরী । তিনি বলেন শুধু ঘরে থাকুন অপ্রয়োজনে ঘর থেকে বের হবেননা। অন্যান্য দায়িত্ব সব আমাদের। করোনার ভয়াবহতা নিরসনের একমাত্র পথ ঘরে অবস্থান করে নিজ, পরিবার, দেশকে রক্ষা করতে সৃষ্টিকর্তাকে প্রতিক্ষণে স্মরন করা।
Add comment