অামির হামজা (রাউজান নিউজ)♦ রাউজানে তিন সন্তানের জননীর সাথে প্রেম: পরে বিষপানে আত্মহত্যা! চট্টগ্রামের রাউজানে রুবেল বড়–য়া (৩২) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়–য়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল ওই এলাকার আশুতোষ বড়–য়ার পুত্র।
জানা যায়, গত সোমবার বিকেল ৫টায় বিষপান করলে স্থানীয়রা লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
নিহতের বাবা আশুতোষ বড়–য়া রাউজান নিউজে‘কে বলেন, সোমবার বিকেল সময় বাড়ির সামনে হঠাৎ পড়ে গেলে আমি তাকে তুলতে গেলে এসময় তার মুখে বিষের গন্ধ পাওয়ায় তারা হাসপাতালে নিয়ে যান। রুবেল কি কারণে আত্মহত্যা করেছে তিনি কিছুই জানেন না।
স্থানীয় ইউপি সদস্য মো. নাছের উদ্দিন বলেন, একই এলাকার তিন সন্তানের জননীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক গভীর হওয়ায় ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করায় রুবেল আত্মহত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ডিউটি অফিসার এসআই সাইমুল ইসলাম। নিহত রুবেল এক ভাই এক বোনের মধ্যে সবার বড়। তার বাবা পেশায় একজন শুটকি ব্যবসাযী , সময়ে সমযে বাবার সাথে রুবেল ও বাবার সাথে বাজারে শুটকি বিক্রয় করেন।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা সম্পাদক
Add comment