নিজস্ব প্রতিবেদক ♦ রাউজানে তাহেরিয়া মাদ্রাসায় জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্টের চেক প্রদান। সরকার নীতি , সরাব জন্য শিক্ষা, প্রকল্পের অনুসরণে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ” দেশের ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট হতে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এরমধ্যে একটি প্রতিষ্ঠান রাউজানে। উপজেলার পূর্ব রাউজান শমসের নগর তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা স্থাপিত হয়, ১৯৯৮ সালে। তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নের জন্য দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়।
(১-মে) বুধবার সকালে এই চেক তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির হাতে হস্তান্তর করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান ৭নং ও ৮নং ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল অদুদ।
এসময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা কমিটির প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান ৭নং ও ৮নং ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আলম, রবিউল ইসলাম আবির, স্থানীয় ইউপি সদস্য সাইফু উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবু জাফর, তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি উপদেষ্টা হাজী শফি, সহ সভাপতি মফিজ সওদাগর, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন , অর্থ সম্পাদক তছলিম উদ্দিন বাদশা, মাদ্রাসার সুপার মাওলানা রফিক উদ্দিন আল কাদেরী, মোঃ কবির, মোঃ আজগর প্রমূখ।
এসময় তারা বলেন- মানুষের মধ্যে তিনিই উত্তম যার দ্বারা মানবতার কল্যাণ হয়, প্রিয়নবীর (দঃ) এ বাণী স্বার্থক রুপকার হলেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ) “র ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শাহসৃফী সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী । তিনি যেমন শরিয়ত – ত্বরিকতের খেমত করে যাচ্ছেন, তেমনি মানব সেবায়ও তার অবদান অতুলনীয়।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment