এম,অারফাত হোসাইন (রাউজান নিউজ)♦ রাউজানে ডাবুয়ায় ফ্রী চিকিৎসা ক্যাম্প।রাউজানে ডাবুয়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ১১’শ রোগীকে মেডিসিন, শিশু, গাইনী, চক্ষু, দন্ত, রক্তের গ্রুপ নির্ণয়, চর্ম ও যৌন রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে। এছাড়া ৮’শ জনকে ফ্রী চশমা ও ঔষদ দেয়া হয়।
এর আগে আলোচনা সভায় ডাবুয়া সমিতি চট্টগ্রাম’র আহবায়ক ও ডাবুয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুদ্দিন চৌধুরী সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
উদ্বোধক ছিলেন, প্রফেসর ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, চবি’র অধ্যাপক মো. জামাল উদ্দিন। লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগীতায় ও
সংগঠনের সচিব আসাদ রসুল চৌধুরী রানার পরিচালনায় উপস্থিত ছিলেন,
কনক বড়ুয়া, সেলিম উদ্দিন, সুজন সেন বাবু, সঞ্জিব দে বাবু, প্রিয়তোষ চৌধুরী, সুমন মহাজন, রাজিব দে, রাসেল চৌধুরী, উজ্জ্ব বড়ুয়া, লাভলু বড়ুয়া, মোরশেদুল হক, নাজিম উদ্দিন, সাবের হোসেন, আসাদ হোসেন, সাজ্জাদ মাহমুদ, নাসির উদ্দিন, মেম্বার আজাদ, লিটন দেব নাথ, শরীফুল হক মুন্না, তীর্থ ধর সহ প্রমূখ।
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment