ডেস্ক নিউজ.রাউজান নিউজ: রাউজানে ডাকাতের আঘাতে মা ছেলে আহত । চট্টগ্রামের রাউজানে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একটি ডাকাতির এ ঘটনা ঘটেছে।
জানা যায়, দিবাগত রাতে আবুল আহমেদ (৩০) নামে এক গাড়ি চালকের ঘরের পেছনের দরজা ভেঙে ৬ ডাকাত ঘরে প্রবেশ করে।
এসময় ডাকাত দলকে ওই পরিবারের লোকজন প্রতিহত করার চেষ্ট করলে আবুল আহমেদ ও তার মা খতিজাকে (৬০) কে কুপিয়ে ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে আহত করে।
আবুল আহমেদ জানান, ডাকাতরা দেড়ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেট, নগদ সাড়ে ৮ হাজার টাকা লুটে নেয়। আমরা হাসপাতালে যাওয়ার আগে রাউজান পূর্বগুজরা পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে বিষয়টি মৌখিকভাবে পুলিশকে অবহিত করেন।
এ বিষয়ে রাউজান থানার উপপরিদর্শক (এস.আই) টুটুন মজুমদার বলেন, আমরা একটি ঘটনার খবর জানতে পেরে বিকাল সাড়ে ৫টায় সময় আঁধারমানিক গ্রামে ডাকাতির ঘটনায় ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনার বিষয়টি পরিদর্শন করে বিস্তারিত জানতে পারবো।
Add comment