অামির হামজা (রাউজান নিউজ) ♦
রাউজানে ঝুঁকিপূর্ণ অবস্থায় গ্যাস সিলিন্ডারের শত শত দোকান
চট্টগ্রামের রাউজান উপজেলার জুড়ে বিভিন্ন বাজারে বিভাগীয় বিস্ফোরক অধিদফতর ও পরিদর্শকের লাইসেন্স ছাড়া অবৈধভাবে বিক্রি হচ্ছে গ্যাসের সিলিন্ডার ব্যবসা। তাঁরা আইনের কোনো রকম তোয়াক্কা না করে এসব ঝুঁকিপূর্ণ সিলিন্ডার গ্যাস বিক্রির ফলে যেকোন সময় আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকার সচেতন মহল।
সরেজমিন রাউজানের বাজার ঘুরে দেখা গেছে, সোমবাজ্যার হাট, ঈশান ভট্টের হাট , গৌরিশঙ্কর হাট, গশ্চি নোয়াহাট হাট, দমদমা বাজার, পাহাড়তলী বাজার, রমজান আলী হাট, আমির হাট, অলিমিয়ার হাট, লাম্বুর হাট, কাগতিয়া হাট, নতুন বাজার, উপজেলার বিভিন্ন বাজারে, মার্কেটের সামনে, হার্ডওয়্যার দোকানে, সড়কের উপর, মোবাইলের দোকান, ফার্মেসি, স্টেশনারী দোকানের সামনে এসব গ্যাস সিলিন্ডার রেখে বিক্রি করা হচ্ছে অবাধে। এছাড়াও গ্রামের ছোট-বড় দোকানে চলছে এসব সিলিন্ডার এর জমজমাট বাণিজ্য।
এই নিয়ে বিস্তারিত ভিডিও ও অারোও সংবাদ অাছে…
অাপনাদের মতামত দিতে পারেন এই বিষয়ে
Add comment