অামির হামজা (রাউজান নিউজ) ♦
রাউজানে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ অাহত-৩”
চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অাপন বড় ভাইয়ে ছুরি অাঘাতে ছোট ভাইয়ের স্ত্রী’ গুরুত্বর অাহত হয়েছে। এতে ৩জন গুরুতর অাহত হয়েছে। অাহতরা হলেন, জেবুন নাহার(৩৫), কাদের(৩৯) ও তাঁদের পুত্র সন্তান।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায, উপজেলান হলদিয়া ইউনিয়নের, ৭নং ওয়ার্ডের অাবুল কাসেমের পুত্র মো: বশর ও মো: কাদের ও তাঁর বউ নাহার এর সাথে মতবিরোধ চলে অাসছিল সম্পদের ভাগ-বিতন্ডা নিয়ে । এর অাগেও উভয় পক্ষ কয়েকবার ঝগড়া জড়িয়ে পড়ে।
সর্বশেষ গত শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে ২ ভাইয়ের পরিবারের মাঝে কথা কাটাকাটির ১ পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে বড় ভাই অাবুল বশর ছুরি দিয়ে অাপন ছোট ভাইয়ের বউ নাহার’কে গুরুতর অাহত করে। এসময় ছুরি অাঘাতে মাঠির সাথে নুয়ে পড়ে ছোট ভাইয়ের স্ত্রী নাহার, অাহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Add comment