মীর আসলাম(রাউজাননিউজ).
জাতীয় শোক দিবসে রাউজান উপজেলা সদরে মুক্তিযোদ্বা স্মৃতি কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। ১৫ আগষ্ট শনিবার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুস্পার্ঘ অর্পন করেন। এরপর জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সাংসদ পুত্র তরুন রাজনীতিক ফারাজ করিম চৌধুরী, উপজেলা পরিষদ এর পক্ষে আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার পক্ষে ওসি কেপায়েত উল্লাহ, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি জমির উদ্দিন পারভেজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেল, উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি জিল্লুর রহমান মাসুদ ও সাখাওয়াত হোসেন পিবলু, পৌরসভা ছাত্রলীগের পক্ষে অনুপচক্রবর্তী ও মোহাম্মদ আসিফ স্ব স্ব সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, রাউজান প্রেস ক্লাব, উপজেলা ক্রীড়া সংস্থা, মুক্তিযোদ্বা সন্তান কমান্ড, রাউজান পৌরসভা আওয়ামী লীগ, রাউজান উপজেলা কাপড় ব্যবসায়ী সমিতি, রাউজান পৌরসভা যুবলীগ শ্রদ্ধা নিবেদন করে।
শোক দিবসে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ
রাউজান উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ও রাউজান কলেজ মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ও আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের উপজেলা কার্যালয়ে।
রাউজান উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাংসদ পুত্র তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ।
উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি কাজী আবদুল ওহাব। পরিচালনা করেন যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান। প্রধান অতিথি ছিলেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। আলোচকগণ ১৫ আগস্টের ঘটনা প্রবাহ তুলে ধরে দলের নেতাকর্মীদের প্রতি স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্ছার ও সতর্ক থাকার আহ্বান জানান। এখানে উপস্থিত ছিলেন সি.সহসভাপতি আনোয়ারুল ইসলাম,স্বপন দাশ গুপ্ত, শাহাআলম চৌধুরী, কাজী ইকবাল, পৌর প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, চেয়ারম্যান, বিএম জসিম উদ্দিন হিরু, চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন চৌধুরী, চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেলসহ দলের নেতাকর্মীরাগণ।
Add comment