প্রদীপ শীল.রাউজান নিউজ: রাউজানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে আলোচনা সভা পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত। রাউজানে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ ডিসেম্বর রবিবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মামনুন আহম্মদ অনীক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক সেলিম নেওয়াজ চৌধুরী প্রমূখ।
বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী গবেষণায় বিজ্ঞান অলম্পিয়াড়ে অংশ নেয়া বিজয়ী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পুরস্কৃত করেন প্রধান অতিথি। উপজেলা পরিষদ মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মেলায় অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেন।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment