মোঃ হাবিবুর রহমান (রাউজান নিউজ)♦ রাউজানে চার রিকশা চালককে নতুন রিকশা দিলেন প্রবাসী তৌহিদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী ও চিকদাইর ইউনিয়নের বাসিন্দা তৌহিদুূল ইসলাম তাঁর পিতা মরহুম রুস্তম আলীর স্মরণে চার বছর ধরে ঈদের আগে এলাকার দরিদ্র মানুষের মাঝে রিকশা ও ভ্যানগাড়ি বিতরণ করে আসছেন।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার চিকদাইর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ওয়াহেদের পাড়ার দিঘীর পাড় জামে মসজিদের সামনে ৪জন রিকশা চালকের মাঝে রিকশা ও ভ্যান গাড়ি বিতরণ করেন প্রবাসী তৌহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারমান প্রিয়তোষ চৌধুরী, রাউজান উপজেলা যুবলীগের সহ সম্পাদক জাহেদুল আলম জাহেদ, হযরত নেওয়াজ গাজী শাহ সুন্নীয়া মাদরাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, স্থানীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মেজবাহ উদ্দিন, মুহাম্মদ এজাহার, প্রবাসী জসিম উদ্দিন প্রমূখ। নতুন রিকশা পেয়ে খুশিতে আত্মহারা রিকশা চালক আবু তাহের, ফজল করিম, শহর আলী ও আজিজুল হক।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment