অামির হামজা (রাউজান নিউজ)♦ রাউজানে চাঁজাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ অাটক। চট্টগ্রামের রাউজানে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় এক জন ভূয়া ডিবি পুলিশকে অাটক করা হয়েছে।
গতকাল (৩০-জুন) রবিবার দুপুরে দিকে স্থানীয় লোকজন রাঙ্গামাটি-কাপ্তাই জলিল নগর বাস ষ্টেশন থেকে জনগণ অাটক করে। পরে এই ভূয়া ভিবিকে জনতা ধরে গণপিটুনি দেয়।
গণপিটুনি দেওয়া পর তাকে অাটক করে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগকে বিষয়টি জানান। পরে তিনি দ্রুত রাউজান থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠান।
অাটককৃত ভূয়া ডিবি হলেন, রাউজান উপজেলার ১৫ নং নোয়াজিশপুর ইউনিয়নের নতুন বাজার এলাকা মৃত নুরুল হকে ছেলে নুরুল আবছার (৩৫)।
স্থানীয় সুত্রে, তিনি এই পেশায় দীঘদিন ধরে জড়িত।
সড়কে চলাচলকারী গাড়ী থামিয়ে চালকদের থেকে তিনি মোটা অংকের টাকা (চাঁদা) অাদায় করতেন।
এছাড়াও অভিযোগ পাওয়া গেছে, সাধারণ যাত্রী,স্কুল, কলেজে পড়ুয়া শিক্ষার্থী সিএনজি অটোরিক্সা থেকে নামিয়ে তল্লাসীর নামে তাদের শ্লীলতাহানি করতেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ রাউজান জলিল নগর বাস ষ্টেশন এলাকায় উপস্থিত হলে জনতা ভুয়া ডিবি পুলিশ নুরুল আবছারকে পুলিশের কাছে সোর্পদ করে।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment