আমির হামজা.রাউজান নিউজ: রাউজানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড। চট্টগ্রামের রাউজানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (২৩-ডিসেম্বর) রাত সাড়ে ৭ দিকে উপজেলার ৮ নং কদলপুর ইউনিয়নের দক্ষিণ জয়নগর বড়ুয়া পাড়া গ্রামে চিত্রসেন বড়ুয়া (৬০) এর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবারে সূত্রে, ঘরে রান্না করার জন্য বাজার থেকে নতুন একটি গ্যাস সিলিন্ডার আনা হলে। পরে এটি রান্নার কাজে ব্যবহার করতে গেলে হঠাৎ করে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। আগুন নেভানোর জন্য পানি ছুড়ে মারা হলে আরা তিব্র হয় আগুনের লেলিহান। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এসময় ঘরের সব কিছু পুড়ে যাই। খবর পেয়ে ঘটনাস্থলে রাউজান ও রাঙ্গুনিয়ার দুটি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
এবিষয়ে জানতে চাইলে, ইউপি সদস্য মো: নাছের উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের ঘটনা হলে ঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চেয়ারম্যান তছলিম উদ্দিন।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment