আমির হামজা (রাউজান নিউজ)🌏 রাউজানে গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু।
চট্টগ্রামের রাউজান উপজেলায় বাদাম খাওয়ার সময়ে অমৃতা দে (৩) নামের এক শিশু কন্যার মৃত্যুর ঘটনা ঘটেছে। গত (১০-অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার গহিরা এলাকার সুলতানপুর জগৎমল্লা পাড়া ৪নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত ঐ শিশু উজ্বল দের মেয়ে।
জানা গেছে, বাদাম খাওয়ার সময়ে অসাবধানতা অবস্থায় তার গলায় বাদাম আটকে যায়। তার মা বাদামটি বের করার অনেক রকম চেষ্টা করেও ব্যর্থ হলে পরে জে.কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান নিউজ. আমির হামজা. বার্তা বিভাগ
ফোন-০১৫৫৯-৬৩৩০৮০
Add comment