রাউজান ব্যুরো ♦ রাউজানে গরিব মেয়ের বিবাহে নগদ টাকা প্রদান। রাউজান পশ্চিম ডাবুয়া নব দীঘন্ত ক্লাবের ব্যাবস্থাপনায় দুজন গরিব মেয়েরর বিবাহের জন্য নগদ অনুদান প্রদান করা হয়েছে।
অাজ মঙ্গলবার বিকালে ক্লাব কার্যালয়ে দুজনের হাতে নগদ অনুদান তুলে দেন ক্লাব কর্মকর্তারা। এসময় উপস্তিত ছিলেন ক্লাবের প্রতিষ্টা সভাপতি সসংগঠক প্রবাসি মুহাম্মদ মনসুর আলম জিহান, বর্তমান সভাপতি শফিউল বশর মামুন, সেক্রেটারী মাওলানা আলাউদ্দিন(বাবর)সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment