আমির হামজা.রাউজান নিউজ: রাউজানে গবাদি পশু মধ্যে ছড়িয়ে পড়ছে লাম্পি স্কিন রোগ! চট্টগ্রামের রাউজানে শত শত গবাদি পশু আক্রান্ত হচ্ছে লাম্পি স্কিন রোগে। এই রোগে উপযুক্ত ভ্যাকসিন না থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পশু পালনকারীরা। উপজেলার গরু খামারি মো: আবু কদর ও মো: সোহেল জানান, প্রথমে গরুর চামড়ার উপর দিকে টিউমারের মতো কিছু উঠতে দেখা যাচ্ছে। পরে গুটি গুটি হয়ে গরুর বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে পড়ছে। কিছু দিনের মধ্যে এসব গুটি গুলো বড় হয়ে ফেটে গিয়ে ঐ স্থানে ঘা সৃষ্টি হয়ে পড়ছে।
এছাড়াও গরুর খাদ্য নালীর বড় একটি গুটা হয়ে ফুলে নিছের দিকে নেমে যাচ্ছে। এলাকার পশু লালন পালন কারীরা বলছেন, এই রোগ আগে তারা দেখেননি। এবিষয়ে উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মিজানুর রহমান জানান, এই রোগটি আফ্রিকার মত দেশের গবাদি পশুতে সংক্রামিত হয়। তবে এটি একটি ভাইরাস রোগ। এই রোগে গবাদি পশু গুলো প্রথমে জ্বরে আক্রান্ত হয়ে পড়ে এতে পা ফুলে যায়, গরুর বিভিন্ন স্থানে গুটি হয়, পরে ঐ ক্ষত স্থানে ঘা সৃষ্টি হয়।
তিনি আরো বলেন, এই রোগ এক গরু হতে অন্য গরু মধ্যে ছড়িয়ে পড়ে সহজে, এর কারণ হচ্ছে এডিস মশা ও মাছির মাধ্যমে। তিনি আরোও বলেন, প্রয়োজনে লাম্পি স্কিন রোগে আক্রান্ত পশু গুলোকে মশারি ব্যবহার করতে তিনি বলেন। এছাড়াও গাভী থেকে যদি বাছুর দুধ পান করেন তারও এই রোগে আক্রান্ত হয়ে পড়তে পারে। এই রোগ হলে দ্রুত চিকিৎসার পরামর্শ দেন তিনি, উপজেলা থেকে প্রতিদিন এই রোগে চিকিৎসা দিচ্ছেন তারা।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment