রাউজান নিউজ ডেক্স:
চট্টগ্রাম-৬ নির্বাচনী এলাকা রাউজানের নির্বাচনী আমেজ পরিলক্ষিত হচ্ছে। গত তিন দিন থেকে নৌকা প্রতীকের প্রার্থীসহ কর্মী সমর্থকরা ভোট চেয়ে নির্বাচনী এলাকা চষে বেড়ালেও মাঠে ছিল না বিএনপি’র ধানের শীষের প্রার্থী সমর্থকরা। ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে বিএনপি প্রার্থী জসিম উদ্দিন সিকদার মা-বাবার কবর জেয়ারত করে ধানের শীষে ভোট চাইতে নামলে এই এলাকায় নির্বাচনী আমেজ দেখা দেয়।
তবে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগে সবর উপস্থিতি ছিল না দলের নেতাকর্মীদের। এসময় তার সাথে ছিলেন বিএনপি নেতা আবু আহমদ, জেলা ছাত্রদল নেতা নুরুল হুদা,আকিব সিকদার, সাদমান সিকদারসহ কয়েকজনমাত্র সমর্থক। বিএনপি প্রার্থী জসিম উদ্দিন সিকদার এদিন বিকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করেন রাউজান উপজেলা সদরের মুন্সিরঘাটা,ফকিরহাট, আদালত ভবনসহ পার্শ্ববর্তী এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধানের শীষ প্রার্থী জসিম উদ্দিন মুন্সিরঘাটায় আসলে সেখানে গণসংযোগে ছিলেন এই এলাকার নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর পুত্র ফরাজ করিম চৌধুরী।
নৌকার প্রার্থীর এই গণসংযোগে ছিলেন যুবলীগ,ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। এসময় ধানের শীষ প্রার্থী এসে গণসংযোগে থাকা ফরাজ করিম চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন কোলাকোলি করে। এসময় উপস্থিত নৌকার সমর্থকরা দেশের উন্নয়ন ও অগ্রগতি রক্ষায় জসিম উদ্দিন চৌধুরীর কাছে নৌকার জন্য তার ভোটটি দিতে অনুরোধ করেন। ধানের শীষ প্রার্থী হাসিমুখে সকলের কাছে শান্তিপূর্ণ নির্বাচনে সহযোগিতা চেয়ে নিজ গণসংযোগে ফিরে যান।
Add comment