এম বেলাল উদ্দিন (রাউজান নিউজ) ♦
রাউজানে খড়ের গাধায় আগুন দিল পাগলি। রাউজানে বিশাল একটি খঁড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে এক পাগলি।গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে হলদিয়া ইউনিয়নের ৫নং ওয়াডস্থ ইউছুপের বাড়ীতে এ ঘটনা ঘটে।সরেজমিন গিয়ে জানাগেছে আলহাজ্জ আবুল কাসেম প্রকাশ কালু ফকিরের ব্যাক্তিগত বিশাল খড়ের গাদায় একই বাড়ীর মৃত নুর মুহাম্মদের মস্তিস্ক বিকৃত স্ত্রী শামসুন-নাহার ঘরের চেরাগ বাতী দিয়ে আগুন লাগিয়ে দেয়।মুহুর্তের মধ্য আগুন দাও দাও করে জ্বলতে থাকে।
আতংকিত হয়ে যায় আশপাশের মানুষ।দ্রুত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।সাড়ে ১১টা নাগাদ রাউজান দমকল বাহীনির ৭সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভার কাজে নিয়োজিত হয়ে আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে পেলে।রক্ষা পায় দুটি ভাগে উত্তর-পুর্বের প্রায় ২০/২২ টি বসত ঘর।দেখাগেছে পল্লি বিদ্যুতের তারের কয়েক গজ পাশ দিয়ে লাগোয়া খড়ের গাদাটি।দ্রুত বন্দ করা হয় বিদ্যুত লাইনও।আমিরহাট বিদ্যুৎ অফিসের ইনচার্য আব্দুল করিম সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে তদারকি করতে দেখা যায়।
ফায়ার সার্ভিসের দায়িত্তপ্রাপ্ত লিডার মুহাম্মদ নেসার উদ্দিন জানান খড়ের আগুন খুবই মারাত্নক,তবে পুকুর কাছে থাকায় দ্রুত কাজ করতে পেরেছি,এবং আগুন নিভিয়ে পেলতে সক্ষম হয়েছি।এদিকে ক্ষতিগ্রস্থ আবুল কাসেম কালু ফকির জানান ঐ মহিলাটি সকালে আমার গরুর ঘরে আগুন দিয়েছিল মানুষকে নিয়ে নিভিয়েছি।পরে আবার এসে খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। তিনি জানান অনেক আগে আমার বসত ঘরে আগুন দিলে সে সময় বসতঘর সহ গরু মালামাল অনেক কিছুর ক্ষতি হয়েছিল।তিনি জানান এ মহিলাকে নিয়ে অনেক কষ্টে আছি।
আমি অনুরোদ জানাব এ মহিলাকে সরকারী ভাবে পাগলখানায় বন্দি রাখার জন্য।দিনে হয়েছে সারছে,রাতে হলে কি অবস্থা হত তা একমাত্র আল্লাহ গফুরুর রহিমই জানতেন।তিনি বলেন ঐ খড়ের গাদায় আমার ব্যাক্তিগত ২০০শতক ধানী জমিনের খড় সহ ৭হাজার টাকার ক্রয় কৃত খড় মজুদ ছিল।এসময় উৎসুক জনতার ভীর লেগে যায় ঐ বাড়ীতে।
Add comment