রাউজানে কোরবানী পশুর হাট বসবে ১৬টি স্থানে
কামরুল ইসলাম বাবু ঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাউজানে এবার ১৪ ইউনিয়নে ১টি করে ১৪টি এবং পৌরসভায় ২টিসহ মোট ১৬টি স্থানে কোরবানী হাটে পশু বেচাকেনা হবে।
শুক্রারবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ এ তথ্য দেন। তিনি বলেন গরু ছাগলের বাজারে ক্রেতা-বিক্রেতার চাপ কমাতে চাই। যাতে সবাই মাস্ক পড়া, স্বাস্থ্যবিধি মানা, বয়স্ক ও ছোট ছেলেরা যাতে বাজারে না আসে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের দিক নিদের্শনা দেওয়া হয়েছে। এবার প্রতিদিন কোরবানী পশুর হাট বসার অনুমতি দিয়েছি। যাতে ক্রেতার ভিড় না হয়।
এরবার ফকিরহাটের কোরবানী পশুর বাজার বসবে আদালত ভবনের সামনে। পৌরসভার ৯নং ওয়ার্ডের কোরবানীর পশুর হাট বসবে চারাবটতল বাজারে। উপজেলার দক্ষিণে পাহাড়তলী ইউনিয়নের বাজার বসবে পিং সিটি-২, নোয়াপাড়া ইউনিয়নের বাজার বসবে ঐতিহ্যবাহী চৌধুরী হাটে, বাগোয়ান ইউনিয়নের বাজার বসবে লাম্বুরহাট সুইচগেইট একলাকায়।
Add comment