আমির হামজা (রাউজান নিউজ)🌍 রাউজানে দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষ।রাউজানে দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে প্রায় ৬ থেকে ৭ জন। এসময় দুই সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একটি যাত্রবাহী সিএনজি গাড়ি দুমরে-মুচড়ে যাই।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে চট্টগ্রামের কাপ্তাই মহাসড়কের নোয়াপাড়া গ্যাস পাম্প সংলগ্নস্থানে এই দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম ঠিকনা পাওয়া যায়নি। তবে আহত মাসুদ হোসেন অভি নামের একজন জানিয়েছেন, আমি নোয়াপাড়া বাজারে চট্টগ্রাম-থ ১২-৮৯৮২ করে যাচ্ছিলাম এসময় অপরদিক থেকে আসা চট্টগ্রাম-থ ১৪-০৬০৪ দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে আমার হাত-পা কিছুটা ক্ষতি হয়। এতে গুরুত্বর আহত হয় আরো বেশ-কয়েকজন। স্থানীয়ারা দ্রুত উদ্ধার করে মেডিকলে পাঠান।
এবিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাড়ীঁতে ফোন করা হলে ঘটনার বিষয়টি নিশ্চিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেন।
(রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ.আপনার সংবাদ জানাতে-০১৫৫৯-৬৩৩০৮০)
Add comment