আমির হামজা.রাউজান নিউজ: রাউজানে কদলপুর দক্ষিণ সমশের পাড়া ঈদে মিলাদুন্নবীর (দ.) মাহফিল অনুষ্ঠিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাউজানের কদলপুর দক্ষিণ সমশের পাড়া হয়রত মোহাম্মাদ জামান শাহ্ (র:) ইউনিট শাখার ও গাউসিয়া ইসলামী পাঠাগারের উদ্যোগে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৬-নভেম্বর) মঙ্গলবার কদলপুর সমশের পাড়া অনুষ্ঠিত মাহফিলের ও কদলপুর স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক মো. মাওলানা মোহাম্মাদ আবু সৈয়দ এর সভাপতিত্বে প্রথম দিনে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিট শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী খোরশেদুল আলম, দ্বিতীয় দিনের মাহফিলের উদ্বোধক ছিলেন কদলপুর হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ও হযরত মোহাম্মাদ জামান শাহ্ (রহ:) জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফোরকান।
প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি রাউজান (উত্তর) এর সভাপতি অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নূরী, বিশেষ অতিথি ছিলেন, চেয়ারম্যান মো.তছলিম উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, অধ্যক্ষ মুহাম্মদ ওমর ফারুক, আরবী প্রভাষক মাওলানা রফিক উদ্দীন ফারুকী, প্রধান বক্তা ছিলেন আল হাসনাইন (রা:) পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আল্লামা ক্বারী শাহ্ মুহাম্মদ নাছিরুদ্দীন আল-বারী আলকাদেরী। প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া রানীর হাট আল আমিন ফাযিল মাদরাসা আরবি প্রভাষক, আল্লামা গাজী আবুল কালাম বয়ানী।
বিশেষ বক্তা ছিলেন, আল্লামা মাওলানা জালাল উদ্দিন আলকাদেরী। এছাড়াও প্রধম দিবনে যিকিরে মোস্তফা মাহফিল ও কেরাত, হামদ নাত ও কবিতা, ছাড়া প্রতিযোগীতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি ৮নং কদলপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রবিউল হোসেন সুমন, বিশেষ অতিথি ছিলেন সহ-দাওয়াতে খাইর সম্পাদক মাওলানা মুহাম্মদ হামিদুল ইসলাম।
এতে সমরাজুল ইসলাম ও মো, ইউছুপ এর সঞ্চালনায় এসময় আরোও উপস্থিত ছিলেন, প্রবাসী সদস্য মো. তসলিম, মো. রাশেদ, মো, লোকমান, মো, নোমান, রিদুয়ান, মো, আবু সৈযদ, মো, সমরাজ, মো, ইউছুপ, মো, শাহাবুদ্দীন, মো, মিনহাজ, মো. এমরান, মো. রাজু, রাসেল, শিহাব, মুন্না, সাজ্জাদ, নুরু উদ্দীন, ইলিয়াছ, মো, আকতার হোসেন, মোরশেদ, খোরশেদ, সাইফুল ইসলাম, সাকিব, শাহ জাহান, নিলয়, মো, বাপু। পরে শেষ দিবসে মিলাদ মাহফিলে এলাকার গরীব অসহায় শতাধিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment