নিজস্ব প্রতিবেদক.রাউজান নিউজ:
বর্ণাঢ্য আয়োজনে থেরবাদী ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বাংলাদেশের সুপ্রাচীন বৌদ্ধ বিহারসমূহের মধ্যে অন্যতম ১৬৯৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আধার মানিক কল্যাণ বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন।
রাউজানস্থ চার শতাব্দীর সুপ্রাচীন ঐতিহ্যবাহী আধার মানিক কল্যাণ বিহারে প্রতি বছরের ন্যায় অসংখ্য পূণ্যার্থীদের উপস্হিতিতে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে ৮ নভেম্বর ২০১৯ রোজ শুক্রবার উদযাপিত হলো তথাগত সম্যক সম্বুদ্ধ প্রশংশিত থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব ২০১৯ ।
সকালে ১ম পর্বে দ্বাদশ সংঘনায়ক কেশরী মহাথেরো, গুড়াধন মহাথেরো, পন্ডিত বিমলানন্দ মহাথেরো, শহীদ জিনানন্দ ভিক্ষু, শংকরানন্দ থেরো, স্মৃতিবংশ ভিক্ষু সহ প্রয়াত ভিক্ষুসংঘের উদ্দেশ্যে মহতী অষ্টপরিস্কারসহ সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয় ।
২য় পর্ব দানোত্তম শুভ দানোত্তম কঠিন চীবর দান ও সদ্ধর্ম সভা দুপুর ২:৩০ মিঃ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি, শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এতে উদ্বোধক ছিলেন প্রিয়শীলি ভিক্ষু ব্যক্তিত্ব, মৃদুভাষী ভিক্ষুকুলরবি সর্বজন শ্রদ্ধেয় ভদন্ত সুমনাবংশ মহাথেরো; প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বিচিত্র ধর্মকথিক ভদন্ত সংঘানন্দ মহাথেরো; প্রধান অতিথি ছিলেন মাইসছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী, সদ্ধর্মানুরাগী ও সমাজসেবক বাবু অনজন কুমার বড়ুয়া । বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ কাজল বড়ুয়া । সম্মানিত অতিথি ছিলেন বাবু শিমুল বড়ুয়া(সুমন) ও ঊষাকিরন বড়ুয়া । শিক্ষকনেতা বাবু চন্দন বড়ুয়ার সঞ্চালনায় এ মহতী পূণ্যানুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন ডাঃ উত্তম তালুকদার। ধর্মদেশনা করেন ভদন্ত রাহুলশ্রী ভিক্ষু বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি বাবু যিশু বড়ুয়া, সাধারন সম্পাদক স্নেহাশীষ বড়ুয়া ও অমল বড়ুয়া প্রমূখ ।
(রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ.আপনার সংবাদ জানাতে –০১৫৫৯-৬৩৩০৮০)
Add comment