রাউজানে এক নার্স করোনায় আক্রান্ত
প্রদীপ শীল :
রাউজান একজন নার্স এর শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
নার্স এর শরীলে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরে আলম দীন।
আক্রান্তকারী রাউজান উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নার্স হিসাবে দায়িত্ব পালন করেন। উপসর্গ দেখাদিলে নমুনা পরিক্ষা করতে পাঠানো হলে তাঁর শরীলে করোনা ভাইরাস পজেটিভ। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন বলে জানাযায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরে আলম দীন জানিয়েছেন রাউজান থানার ১১ জন পুলিশ সদস্য নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম শহরে পাঠানো হলেও তাঁর মধ্যে রিপোর্টে দেওয়া হয়েছে ৪ জনের তাঁদের সবার রিপোর্টে ফলাফল নেগেটিভ পাওয়া গিয়েছে। বাকি ৭ জনের ফলাফল এখনো পাওয়া যায়নি।
Add comment