প্রদীপ শীল(রাউজান নিউজ): মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রশিদরপাড়া শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে শীর্ষক সেমিনার ও সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন সংগঠনের সভাপতি আব্দুল নবী মেম্বারের সভাপতিত্বে ৩ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। আয়োজিত সম্মেলনে উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জাকের হোসেন মাষ্টার।
প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী ।সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউছুপ আলী, উপদেষ্টা অধ্যক্ষ এস এম নুরুচ্ছাপা, নির্বাহী সদস্য সাংবাদিক শফিউল আলম, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সিনিয়র মুদাররিছ মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা ছালে আহম্মদ আল্ কাদেরী ডাঃ আব্দুল হাকিম, আব্দুল খালেক চৌধুরী, দক্ষিণ হিংগলা শাখার সভাপতি কাজী আসলাম উদ্দিন , কাগতিয়া শাখার সভাপতি তানভীর আকবর চৌধুরী , মোহাম্মাদ ফোরকান চৌধুরী প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় কাউন্সিল অধিবেশন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জাকের হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউছুপ আলীর সঞ্চালনায় আব্দুল নবী মেম্বারকে সভাপতি ও মাওলানা মহিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান রশিদরপাড়া শাখা গঠন করা হয়। পরে মৃত ব্যক্তিদের গোসল ও দাফনের কাজে বিশেষ অবদান রাখায় ৪জনকে মাইজভাণ্ডারী সম্মাননা স্মারক প্রদান করা হয়।
(রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ.আপনার সংবাদ জানাতে –০১৫৫৯-৬৩৩০৮০)
Add comment