নিজস্ব প্রতিবেদক🔴 রাউজানে ইয়াবা সম্রাট সুমন আটক।
রাউজানের ইয়াবা সম্রাট খ্যাত সুমন (২৯) কে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬-জুলাই)
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বেরুলিয়া ব্রীজের উপর থেকে তাকে আটক করা হয়। এসময় তার
কাছ থেকে ৪৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত সুমন রাউজান পৌরসভার সুলতানপুর গ্রামের
রমজান আলী ড্রাইভার বাড়ির মৃত রাশেদুল ইসলামের পুত্র।
রাউজান থানার ডিউটি অফিসার এসআই ইব্রাহিম খলিল বলেন, রাউজান পৌরসভার ইয়াবা সম্রাট সুমনকে ৪৫পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে কোর্টের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। সুমনের বিরুদ্ধে মাদক মামলাসহ রাউজান থানায় একাধিক মামলা রয়েছে।
রাউজান নিউজ 🔺আমির হামজা🔺বার্তা বিভাগ
Add comment