অামির হামজা (রাউজান নিউজ) ♦
রাউজানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার। চট্টগ্রামের রাউজান থানার পুলিশের অভিযানে ইয়াবা বিক্রিয় সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে ৯নং পাহাড়তলী ইউনিয়নের কাপ্তাই-সড়কের তাপবিদ্যুৎ রোড় সামনে থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
অাটককৃত মোঃ নেজাম (৩১)। সে পাহাড়তলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের খান পাড়া গ্রামের মৃত আব্দুল মালেকে পুত্র।
জানা গেছে, ঐ স্থানে ইয়াবা বিক্রিয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার এসআই মেহের আলীর ও চুয়েটে পুলিশ ফাঁড়ি সহ পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক ব্যবসায়ী নেজামকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ্ ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সে এলাকায় মদ ইয়াবা বিক্রি ও মদ পান করে রাতে বিভিন্ন অপকর্ম করে বেড়ান। এবং তার বেশ-কিছু রাউজান থানায় মামলা অাছেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে, পর তাকে আদালতে সোপর্দ কর করা হয়েছে।
Add comment