মোঃ হাবিবুর রহমান (রাউজান নিউজ)🔴 রাউজানে ইয়াবাসহ এক ব্যক্তি আটক।
রাউজানে ইয়াবাসহ মো. মনছুর (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টায় রাউজান ইউনিয়নের নাতোয়ান বাগিছা এলাকার বাজারের মাহিয়া ফ্যাসনের সামনে হাফেজ বজলুর রহমান সড়ক থেকে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ২৮পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, মনছুর ও আব্দুল রাজ্জাক নামের দুইজন ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যেসে খানে গিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিল।
গোপন সংবাদরে ভিত্তিতে পুলিশসে খানে পৌঁছালে আব্দুল রাজ্জাক ওরফে ছোটমনা পালিয়ে গেলেও মনছুরকে আটকক রতে সক্ষম হয় পুলিশ।
ধৃত মনছুর রাউজান ইউনিয়নের নাতোয়ান বাগিছা এলাকারকা লো মিয়া সওদাগর বাড়ির মৃত মো. ইমরানের পুত্র। আটককৃত মনছুরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ।
রাউজান নিউজ🔺আমির হামজা🔺বার্তা বিভাগ
Add comment