রাউজান ব্যুরো ♦ রাউজানে ইসলামী ফ্রন্টের ইফতার সামগ্রী বিতরণ। রাউজানের হলদিয়ায় ১শ জন গরিব অসহায়কে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। অাজ শুক্রবার সকাল ১১ টায় আমিরহাট আহমদুর রহমান কমপ্লেক্সে এসব ইফতার সামগ্রী প্রদান করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা,ছাত্রসেনা হলদিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে ।
ইফতার সামগ্রী বিতরণ পূর্বে আলোচনা ও দোয়া মাহফিল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হলদিয়া ইউনিয়ন শাখার সভাপতি ও নূর-এ-হারামাইন হজ্জ কাফেলার পরিচালক আলহাজ্জ মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্তে অনুষ্টিত হয়।
যুবনেতা মাসুদ পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের সেক্রেটারী মাওলানা শামসুল আলম নঈমী, উত্তর জেলা যুবসেনার সভাপতি মাষ্টার মুহাম্মদ ইসমাইল,সেক্রেটারী মুহাম্মদ আলমঙ্গীর হোসাইন।
উপস্তিত ছিলেন জাহাঙ্গীর আলম সিকদার,মাওলানা মুনসুর আলম নেজামী,খ.ব.ম হাসান,সাংবাদিক এম বেলাল উদ্দিন,মাওলানা জাফর আলম নুরী,সৈয়দ মাওলানা লুৎফুর রহমান,মাওলানা নেজাম তৈয়বি,নুরুল ইসলাম,ইউএই খোদ্দামুল মোসলেমিনের কর্মকর্তা ওমর ফারুক রেজা,হেলাল উদ্দিন,শওখত আকবর,নজরুল ইসলাম,থানা ছাত্রসেনার সেক্রেটারী মোশাররফ হোসেন, ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মুসা মাহমুদ,সেক্রেটারী কুতুব উদ্দিন,মুহাম্মদ ফারহান,আকবর হোসেন প্রমুখ।পরে অথিতি বৃন্দ গরিব অসহায়দের মাঝে চিনি, চনা,তৈল,চিরা,পিয়াজ প্রদান করেন।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment