প্রদীপ শীল.রাউজান নিউজ: রাউজানে ইজি ফুড নামে একটি বিস্কুট কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রাউজানে ইজি ফুড নামে একটি বিস্কুট কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত। ৩০ ডিসেম্বর সোমবার বিকালে অভিযানটি পরিচালিতত হয় রাউজান সদর মুন্সিরঘাটাস্থ বটতল এলাকায়।
জানা যায়, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘ দিন ধরে বিএসটিআই অনুমোদন বিহীন কারখানাটি বিভিন্ন রকম বিস্কুট, কেক, পাউরুটি তৈয়ারী করে পাইকারী ভাবে বাজারজাত করে আসছিল।
এছাড়া তৈয়ারী করা বেকারী নাস্তায় কাপড়ে রং ব্যবহার, নোংড়া পরিবেশ, অস্বাস্থ্যকর খাওয়া তৈয়ারীর অপরাধে ইজি ফুডের মালিক মোহাম্মদ গোলাপকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় জব্দ করা হয় নোংড়া মাখন, বিভিন্ন প্রকৃতির রং, মেয়াদ উর্ত্তীন্ন বিস্কুট। পরে ভ্রাম্যমান আদালত জব্দ করা মালামাল ধংস করে ফেলে।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment