রাউজান ব্যুরো ♦ রাউজানে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২১৪ তম শাখা উদ্বোধন।রাউজানের ব্যাস্ততম আমিরহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ ২১৪ তম আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে।
অাজ ২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে আমিরহাট বাজারে নতুন শাখাটি প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ একে এম এহেছানুল হায়দার বাবুল।শাখার আউটলেট ব্যাবস্থাপক মুহাম্মদ জাহেদুল আলমের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ত করেন ব্যাংকের এজেন্ট মুহাম্মদ মহসিন।
উদ্বোধক ছিলেন এডিপি ময়নাল হোসেন।বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মুহাম্মদ আজম,টেরি বাজার শাখার ব্যাবস্থাপক হাফেজ সালামত উল্লাহ, হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম,ব্যাংকের ফার্স্ট সহকারী ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ইসতিয়াক হাসান,আজাদী বাজার শাখার ব্যাবস্থাপক মুহাম্মদ আব্দুর রশিদ,গহিরা শাখার ব্যাবস্থাপক মুহাম্মদ সেলিম উদ্দিন,রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন,বিবিরহাট শাখার ব্যাবস্থাপক মামুন সরোয়ার,রাউজান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনসুর,ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী হাসান মুরাদ রাজু।
উপস্থিত ছিলেন মার্কেটের সত্তাধিকারী আবু আহম্মদ,গ্রাহক আলহাজ্জ ইদ্রিস মিয়া চৌধুরী,সেনোয়ারা বেগম,মেম্বার মুহাম্মদ আলী,অধ্যাপক মঈনুল আমীন আশিক,আজাদী বাজার শাখার অফিসার রবিউল হোসেন,মেম্বার শফি,নতুন শাখার অঠিসার আব্দুল্লাহ আল মামুন,মাওলানা তাজ মুহাম্মদ রেজভী,ব্যাবসায়ী সূজন সেন,বখতিয়ার সওদাগর,সংগঠক মুহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী,আব্দুল মান্নান প্রমুখ।
এর আগে সকালে পবিত্র কোরআন খতম,মিলাদ,মোনাজাত অনুষ্টিত হয়।মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ মাওলানা বাহাউদ্দিন ওমর।
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment