মো:হাবিবুর রহমান.(রাউজান নিউজ): রাউজানে আটক দুই গরু চোর কারাগারে। চট্টগ্রামের রাউজানে দুটি গাভীসহ দুই চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।আজ (৭-আগস্ট) বুধবার বেলা ২টায় ধৃত দুইজনকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ধৃত দুই গরু চোর হলো পূর্ব গুজরা ইউনিয়নের আয়েশা বিবি বাড়ির নুর নবী প্রকাশ বাবুলের পুত্র মো.শের খান (৩০) ও কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুল কাদেরের পুত্র জসিম উদ্দিন (৪০)।
জানা যায়, গত সোমবার রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ কদলপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে দুটি গাভীসহ স্থানীয় চেয়ারম্যান ও জনতা আটক করে। পরে মঙ্গলবার বেলা ১টায় রাউজান থানা পুলিশের কাছে সোপর্দ করেন তারা। গরু দুটি মালিক কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুর মিয়ার পুত্র মুছা মিয়া। গরু দুটির বর্তমান বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা।
কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী বলেন, আমিসহ স্থানীয় জনতা গরুচোরকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছি। গরুদুটি প্রকৃত মালিক মুছা মিয়াকে দিয়ে দিয়েছি। এই প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার নুর নবী বলেন, মঙ্গলবার ইউপি পরিষদ থেকে সোপর্দ করা দুই চোরকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুচুরি ঠেকাতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ
Add comment