আমির হামজা.রাউজান নিউজ: রাউজানে আগুনে পুড়েছে নগদ ৭ লক্ষ টাকা। চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার দুপুরে দিকে উপজেলার রাস চন্দ্র পাড়া পূর্বগুজরা গ্রামে উজ্জল ডাক্তারের বাড়িতে প্রবাসী প্রদীপ দের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরিবারে সূত্রে, ঘরে রান্না করার সময় চুলার আগুন থেকে এই ঘটনা ঘটে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এসময় ঘরের সব কিছু পুড়ে যাই। খবর পেয়ে ঘটনাস্থলে রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
প্রবাসী প্রদীপ দে জানান, মাত্রা কিছু দিন আগে দেশে আসেন তিনি। ইচ্ছা ছিল একটি নতুন ঘর করবেন। নতুন ঘর করতে ব্যাংক থেকে ৭ লক্ষ টাকা বাড়িতে আনা হলে আগুনে সব পুড়ে ছাই হয়ে যাই।
তিনি আরোও বলেন, টাকা ছাড়াও তার পাসপোর্টস, দুবাই থেকে আসার সময় দুটি ‘ল্যাপটপ কম্পিউটার’ ও কলেজে পড়ুয়া তার মেয়ের বইপত্র, মূল্যবান সার্টিফিকেট সহ আগুনের ঘটনা ঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে।
এবিষয়ে জানতে চাইলে রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment